বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৩য় সিনেট সভা আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি’র সভাপতিত্বে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভার সদস্য সচিব ও রেজিস্ট্রার এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সিনেট সভায় বিগত অর্থবছর সমূহে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও জনবল কাঠামো, চলতি অর্থবছরের আর্থিক ও অবকাঠামোগত উন্নয়ন ব্যয়, নিয়োগ সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন বিভাগের উদ্ভাবনী ও গবেষণা কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। বিস্তারিত আলোচনা শেষে সংশ্লিষ্ট সকল বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় বিএসএমআরএএইউ এর সিনেট কমিটির সদস্যবৃন্দ স্বশরীরে ও অনলাইনে উপস্থিত ছিলেন।