শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৮দিন বন্ধ থাকছে।
বৃহস্পতিবার বিকেলে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান,
বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, চ্যাংড়াবান্ধা সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ সভা শেষে পূজায় বন্ধের বিষয়টি চিঠি দিয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা ও ভুটান স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষকে জানান। এ সময় এ দুই স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
জানা গেছে, শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন,আগামীকাল ২০অক্টোবর ও ২৭ অক্টোবর শুক্রবার সরকারী ছুটিসহ ৮দিন বন্ধ থাকছে বৃড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানীসহ সকল কার্যক্রম ।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক মূর হাসান কবির জানান, পূজায় ব্যবসায়ীরা উভয় দেশের স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে বলে জানিয়েছেন। তবে, দুই দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, শারদীয় দুর্গাপূজায় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে জানিয়েছে।পূজার কারনে ও সরকারী ছুটি ২দিনসহ ৮দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।