লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বিভাগীয় কমিশনারের সাথে বীর মুক্তিযোদ্ধা,সরকারি কমকতা,সুশীল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃসাবিরুল ইসলাম। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যানের মধ্যে জেলা পরিষদ প্রশাসক,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম,সিভিল সাজন,নিমলেন্দু রায়,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,ক্যাপ্টেন(অব:) আজিজুল হক বীরপ্রতিক,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)এটিএম মমিনসহ প্রত্যেক উপজেলা নিবাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,সাংবাদিক, সুশীল সমাজের নাগরিক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার উন্নয়নে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং এগুলোর সমাধান নিয়েও আলোচনা করা হয়।