২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি–জামায়াত জোট সরকারের মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে গতকাল বুধবার লালমনিরহাটের কালীগঞ্জে মশালসহ বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক মনির তালুকদার, যুবলীগের সহ–সভাপতি শাহিনুর রহমান,সাবেক সেচ্ছাসেবকলীগের সভাপতি আজাদ আলীসহ কৃষক লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেন।মশালসহ বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।