লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম) পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বুধবার সকালে রংপুর রেঞ্জ অফিসে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম) এ র্যাংক ব্যাজ পরিধান করান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স), (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম-সেবা) সহ পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ।