‘কবুতর পালন করি, মাদক মুক্ত সমাজ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে পালিত হয়েছে বিশ্ব কবুতর দিবস। লালমনিরহাট পিজন এন্ড বার্ড এসোসিয়েশন এর উদ্যোগে সোমবার দুপুরে শহরের সেনা মৈত্রী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে লালমনিরহাট-রংপুর সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় লালমনিরহাট জেলা পিজন এন্ড বার্ড এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কোরবান আলী, সিনিয়র সহ-সভাপতি আসাদুল লিটন, সাংগঠনিক সম্পাদক খাইরুল কবির, সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্স প্রমুখ। আলোচনায় কবুতরকে শান্তির প্রতীক হিসেবে অবহিত করে বক্তারা বলেন, দেশী বিদেশী কবুতরের নিরাপদ অভায়রণ্য হবে বাংলাদেশ, সেই লক্ষ্যে কাজ করছে পিজন এন্ড বার্ড এসোসিয়েশন। সেইসাথে বেকার ও হতাশাগ্রস্থ যুবকরা মাদকে না ঝুকে কবুতর পালনে এগিয়ে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষনা দেন বক্তারা।