বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারেস্পেস বিশ্বদ্যিালয়ের স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে ২৬ জুন আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হতে যাচ্ছে। দক্ষ বৈমানিক, বিমান প্রকৌশল, বিমান তৈরি ও রক্ষানাবেক্ষন ও মহাকাশ সম্পর্কিত সকল স্তরের উচ্চ শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু করেছে এই বিশ্ববিদ্যালয়।বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট বিমানবাহিনী ইউনিটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ডিপার্টমেন্ট অফ অ্যাভিয়েশন এন্ড এক্সিডেন্ট ইনভেস্টিগেশন আযোজিত দিনব্যাপী এক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ এসব তথ্য তুলে ধরেন।এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারেস্পেস বিশ্বদ্যিালয়ের উপাচার্য এ্যায়ার ভাইস মার্শাল মুহাম্মাদ নজরুল ইসলাম। বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের ভবিষৎও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। পরে ২০২০ সালে ঢাকায় অস্থায়ী ক্যাম্পাসে ৯০ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়। আগামী ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ক্লাস শুরু হবে। ১শত ৫০ জন শিক্ষার্থী আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ক্লাস করবেন।