লালমনিরহাটে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীন কাগজপত্র দিয়ে অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছেন মোবাইল কোট।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত জেলা শহরের আটটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।অভিযানে বন্ধ ক্লিনিকটি হলো- কেয়ার ডায়াগনোনিষ্টক সেন্টার এন্ড পেইন ক্লিনিক।এছাড়া কাগজপত্রের মেয়াদ উত্তীন হওয়ার পরও নবায়ন না করে অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে লালমনিরহাট শহরের ৫টি ক্লিনিক ও ডায়াগনোষ্টিককে ২৩হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোট।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- অতিথি ক্লিনিক এন্ড নাসিং হোম,শাপলা ক্লিনিক এন্ড ডায়াগোনোসিস সেন্টার,বগুড়া ক্লিনিক,আকাশ ক্লিনিক এন্ড ডায়াগোনোষ্টিক সেন্টার ও লালমনি প্যাথলজি এন্ড আলট্রাসনোগ্রাম।
মোবাইল কোটের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন-লালমনিরহাট সিভিল সার্জন ডা.নিমলেন্দু রায়.ডা.দীপংকর রায় সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নিমলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করে জানান,লালমনিরহাট জেলায় ৭০টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে। সোমবার আটটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ক্লিনিকে সিলগালা ও পাঁচটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে।
বাকি কাগজপত্রবিহীন অন্যান্য ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।