বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের অনুদানের চেক পেলেন লালমনিরহাটের সাংবাদিক শেখ আব্দুল আলিম। রোববার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবু জাফর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কল্যাণ অনুদানের চেক বিতরণ করেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দৈনিক মানবজমিন পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও লালমনিরহাট বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি শেখ আব্দুল আলিমকে আর্থিক সহায়তা বাবদ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক প্রদানের সময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ ও লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু উপস্থিত ছিলেন। চেক গ্রহণের পর সাংবাদিক শেখ আব্দুল আলিম সরকারকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা পেতে ইচ্ছুক অসচ্ছল, অসহায়, দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং মৃত সাংবাদিক পরিবারের সদস্যদের নির্ধারিত ফর্মে যথাযথ নিয়ম অনুসরণ করে আগামী ৩০ মে ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।