করোনাভাইরাসের প্রভাব পড়েছে দেশের নাট্যাঙ্গনেও। ১৮ মার্চের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
এদিকে ১৮-৩১ মার্চ পর্যন্ত রাজধানীর জাতীয় নাট্যশালাসহ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা দেশ রূপান্তরকে জানিয়েছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।
তিনি বলেন, এই বিষয়ে নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ রাখার বিষয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেন, ‘শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী ভাইয়ের সঙ্গে কথা বলেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে কয়েকটি নাট্যদল নিজেরাই হল বরাদ্দ নিয়েও নাট্য প্রদর্শনী বাতিল করেছে। এই মুহূর্তে আমরাও মনে করছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির হল বরাদ্দ বাতিল করা উচিত। লাকী ভাই এরই মধ্যে শিল্পকলা একাডেমির সচিবকে নির্দেশনা দিয়েছেন। ’
তিনি বলেন, ‘এই বিষয়ে নির্দেশনা সংশ্লিষ্ট নাট্যদলগুলোকেও জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সারা দেশের নাট্যদলগুলোকেও গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে এই পরিস্থিতিতে নাট্য প্রদর্শনী না করার জন্য আহ্বান জানাবো। ’
এদিকে রাজধানীতে কয়েকটি নাট্যদল প্রদর্শনী বাতিল করছে। আবার কিছু নাট্যদল প্রদর্শনী চলমান রাখছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হবার কথা রয়েছে নাটক ‘বাঘ’।
নাসরিন মুস্তাফার রচনা থেকে নাটকটি নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।
নাটকটি প্রযোজনা করেছে দৃশ্যকাব্য। এদিন বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
কামাল বায়েজীদ বলেন, ‘সবার আগে তো মানুষের জীবন। বিশ্বজুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সবকিছুই বন্ধ হয়ে যাচ্ছে। তাই, আমরাও নাট্য প্রদর্শনী বাতিলসহ মহড়াও বাতিল করার আহ্বান জানাবো নাট্যদলগুলোকে। এই বিষয়ে লিখিত নির্দেশনা শিগগিরই গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যভুক্ত সব নাট্যদলগুলোকে জানিয়ে দেওয়া হবে। ’