আইন অনুযায়ী একজন সংসদ সদস্য তার নিজ এলাকায় অবস্থান ও ভোট প্রদান করতে পারবেন। তবে কোনো প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করার প্রমান পেলে সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এর দায় সংশ্লিষ্ট প্রার্থীকেও নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি রাশেদা সুলতানা।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, প্রতিটি প্র্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে। ভোটের সাথে সম্পৃক্ত আমাদের সকলকেই আইনের মধ্যে দায়িত্ব পালন করতে হবে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সকলে নিরপেক্ষ থাকারও আহবান জানান। তিনি বলেন, ভোট সুষ্ঠু করতে প্রয়োজনী সকল প্রস্তুতি রয়েছে। ভোটারগণ কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
এর আগে লালমনিরহাটের পাঁচ উপজেলার- উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর,অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হক,লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন আকন্দ,জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীরসহ কুড়িগ্রাম,নীলফামারী জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার,বিজিবি অধিনায়ক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।