আলমডাঙ্গায় ঘুমন্ত খামারিকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের সবুর আলী (৩৮) নামের এক গরুর খামারিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত গভীর রাতে নিজ বেডে ঘাতকরা তাকে গুলি করে হত্যা করে।
নিহত সবুর উপজেলার হারদী গ্রামের পলান আলী মণ্ডলের ছেলে।
হারদী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আনোয়ার হোসেন জানান, সবুর আলী ব্যক্তিগত খামারে গরু পালতেন। রাতে বার বার উঠে গরু দেখভাল করতে হয়। সে কারণে রাতে ঘরের দরজা খুলে ঘুমিয়েছিলেন। তার স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন। ঘাতকরা সেই সুযোগে ঘরে প্রবেশ করে ঘুমন্ত সবুর আলীকে গুলি করে হত্যা করে। এর আগে তারা সবুরের স্ত্রীর রুমের দরজার শিকল আটকে দিয়েছিল। গুলির শব্দ শুনে স্ত্রী দ্রুত নিজের রুম থেকে বের হতে পারেননি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।