1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে আগুনে পুড়ল ৯ দোকান, ক্ষতি দেড় কোটি টাকা

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধার উপজেলার বড়খাতা বাজারে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার ভোরের দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার ভোরের দিকে বাজারটিতে একটি প্লাস্টিকের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বাজারের নয়টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়।

বড়খাতা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ পরান বলেন, দোকানের নগদ ১০ লাখ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করছিলাম, আগুনে আমার সব শেষ।

কাপড় ব্যবসায়ী রঞ্জিত বলেন, রাতে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাই। ভোরে ফোন পেয়ে দোকানে এসে দেখি আগুনে পুড়ছে দোকানের নগদ টাকাসহ মালপত্র। সব হারিয়ে এখন আমরা পথে বসে গেলাম।

বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD