1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

লালমনিরহাটের সাপ্টিবাড়িতে ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে ট্রলির ধাক্কায়এক বৃদ্ধা নিহত হয়েছেন।তার নাম পরিচয় জানা যায়নি।তবে বয়স আনুমানিক ৭০ বছর।

বুধবার বিকেলে জেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানান,জেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারে সড়ক পার হওয়ার সময় বালু পরিবহনের একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাতনামা এক বৃদ্ধা। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, অধিক রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে ওই বৃদ্ধার কোনো নামপরিচয় পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD