পৌষের হাড় কাঁপানো শীত আর অব্যাহত শৈত্য প্রবাহে অসহায় মানুষের শীত নিবারনে শীতবস্ত্র বিতরন করেছেন লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল বিকেলে অ্যাসোসিয়েশন হল রুমে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সহায়তায় এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান লাডলা,রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম লিটন।