লালমনিরহাটে চা বোর্ডের অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে নির্মিত এ অফিস ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম এনডিসি,পিএসসি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লালমনিরহাট প্রকল্পের ক্ষুদ্র ও চা চাষ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব} টি এম এ মমিন,চা বোর্ডের পরিচালক ড.এ কে এম রফিকুল হক,মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্পের আওতায় এবারে জেলায় ২৫৭ একর জমিতে চা আবাদ হয়েছে। একই সঙ্গে জেলায় ৭০০ জন হতদরিদ্র পরিবারের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।পাশাপাশি জেলায় সবুজ চা পাতা বিক্রির মাধ্যমে চা চাষীদের উন্নতি সাধিত হচ্ছে এবং জেলায় দিনদিন চা চাষীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে কমপক্ষে জেলায় ৫০ জন চা চাষী উপস্থিত ছিলেন।