রাজৈরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

মাদারীপুরের রাজৈরে মটর সাইকেল চাপায় পথচারী ছালেহা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ (১৫ জুন) শনিবার সকালে নয়ানগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাখারপাড় গামী একটি মোটরসাইকেল নয়ানগর নামক স্থানে পথচারী ছালেহাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যু ছালেহা বেগম নয়ানগর এলাকার ইসমাইল বেপারীর স্ত্রী।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান মিয়া জানায়, আজ নয়ানগর একটা সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে মৃত বলে জানায় ।
(Next News) রাজৈরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল »