Main Menu

বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ-এর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপড়াায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির জনকের সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পরে সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নওয়াব আলীর পরিচালনায় পবিত্র ফাতেহা ও দরূদ পাঠ শেষে ১৯৭১ সালের ১৫ই আগষ্ট স্বপরিবারে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র রূহের মাগফিরাত কামনা এবং বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ও সচিবের একান্ত সচিব মোঃ সাইদুল ইসলাম, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাঈনুদ্দীন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আলী, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, স্থানীয় সরকার (এলজিইডি) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, ফরিদপুর অঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মন্ডল, প্রকল্প পরিচালক ভরত চন্দ্র মন্ডল, স্বপন কান্তি পাল, মোঃ রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, জনস্বাস্থ্য অধিদপ্তর ফরিদপুর সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ তোজাম্মেল হক, নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন কুমার সাহা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইলিয়াছ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নিরুন্নাহার বেগম সহ জেলা-উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সচিব বঙ্গবন্ধু’র সমাধিসৌধ কমপ্লেক্সে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে সড়ক পথে দুপুরে সচিব গোপালগঞ্জ জেলা সার্কিট হাউজে পৌঁছালে তাকে জেলা প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, গোপালগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র কাজী লিয়াকত আলী, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)-এর পক্ষ থেকে ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান ও জেলা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান নিরুন্নাহার ফুলেল শুভেচ্ছা দিয়ে সচিবকে অভিনন্দন জানান।


News Room - Click for call