কালকিনিতে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে হামলা

মাদারীপুরের কালকিনি উপজেলা সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়ির দেয়াল ও বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নষ্ট করে বলে অভিযোগ উঠেছে।
অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন খান জানান, আমার সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী জলিল খানের সাথে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে ধরেই মঙ্গলবার জলিল খান ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা আমার সীমানার পুরো দেয়াল ভেঙ্গে ফেলে এবং আমার বাড়ির বিভিন্ন প্রজাতির বেশকিছু গাছ কেটে ফেলে। এর আগে তারা নিজের ঘরে আগুন দিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছিল থানায়। পরে পুলিশ তদন্ত করে আমার সম্পৃক্ততা পায়নি।
এছাড়াও সীমানা নিয়ে বিরোধের জের ধরে কোর্টে মামলা করেছিল। সেই মামলায়ও হেরে যায় জলিল। এতে করে সে ক্ষিপ্ত হয়ে আমাদের মারধরের জন্য কয়েকশ লোক নিয়ে হামলা করেছে। আমরা বাড়িতে না থাকায় রক্ষ পাই কিন্তু আমাদের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জলিল খান। তিনি বলেন, আমার জমির উপর দিয়ে দেয়াল নির্মাণ করেছে তাই আমি দেয়াল ভেঙ্গে দিয়েছি।
কালকিনি থানার ওসি মোফাজ্জল হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্থরা চাইলে মামলা করতে পারে। আমরা তাদের আইনি সহায়তা দেবো।