সমাজকল্যাণ মন্ত্রী বীর নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘দেশে অশান্তি হতে দেওয়া যাবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রে করে বিএনপি–জামায়াত আবারও নৈরাজ্য করতে চাচ্ছে। তাই তাদেরকে প্রতিহত করতে হবে।’
শনিবার (১৬ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি–জামায়াত জোটের নৈরাজ্যকে প্রতিহত করে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের সরকার আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। একাত্তরের বিরোধী চক্র দেশের শান্তি চায় না। তারা আবারও অরাজকতা করতে চাচ্ছে।
তিনি আরও বলেন, আপনাদের বিপদের সময়, জরুরি অবস্থায় আপনাদের ডাকে সাড়া দিয়ে পাশে এসেছি। সুখ দুঃখের কথা শুনেছি। দশটা কাজ করতে গিয়ে দুই–একটা ভুল হতেই পারে। সবকিছু ভুলে গিয়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ন করতে আবারও আওয়ামী লীগের পাশে থাকবেন।
মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিচার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কামালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।