লালমনিরহাটে রংপুর রেঞ্জ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন। লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ,সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী,পৌর মেয়র রেজাউল করিম স্বপন,কবি ও সমাজসেবক ফেরদৌসি বেগম বিউটি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: আতিকুল হক ,অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা পুলিশ ২-০ সেটে কুড়িগ্রাম জেলা পুলিশকে হারায়।টুর্নামেন্টে রংপুর রেঞ্জের ৯টি দল অংশ নিচ্ছে।