লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা মাজার এলাকায় স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে লাফ দিয়ে আমেনা খাতুন(২৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট- বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই নারী উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালী বান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে চিকিৎসকের কাছে যাবার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেল লাইনে বসেন আমেনা খাতুন। স্থানীয়দের অনেকের কাছে আমেনা জানতে চান ট্রেন আসার সময়। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী একটি ঘটনাস্থলে পৌছালে ট্রেনের সামনে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন আমেনা। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাকে অবগত করেন। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন।
স্থানীয় একটি সূত্র দাবী করেছেন, পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যা করতে পারেন। তবে এ আত্মহত্যা নিয়ে আমেনা বেগমের পরিবারে কেউ কথা বলতে রাজি হয়নি। মৃত আমেনা ৫মাসের অন্ত:সত্বা ছিলেন বলে তার পরিবার জানান।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।