৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ লালমনিরহাটের আয়োজনে কি হয়েছিলো একাত্তরে ” দাদুর মুখে মুক্তিযুদ্ধ” নামক কুইজে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকালে শহরের স্মৃতিসৌধ চত্তরে দুজন মুক্তিযোদ্ধা শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের দিনগুলোর গল্প করেন।
শিবরাম আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বৈশাখী টেলিভিশনের সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরমিন আরা হক,ভলান্টিয়ার ফর বাংলাদেশ লালমনিরহাট জেলার শাখার প্রজেক্ট অফিসার মিনহাজুল ইসলাম বাপ্পির সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।