লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট এলাকার শিক্ষিত বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে শনিবার সকালে চাপারহাট বাজারে “আমার দক্ষতা, আমার সাফল্য” এই শ্লোগানে স্কিলআপ আইটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় চারজন উদ্যোক্তার উদ্যোগে স্থাপিত এ আইটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ঈমাম।স্থানীয় শিক্ষক মো: আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) মোস্তফা চৌধুরী, স্কিলআপ আইটির পরিচালক সুজন কুমার রায়, সায়েদ আবুল কাশেম, বিশাল রায়,দীপক বর্মন প্রমুখ। এ সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।