দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট -৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ায় লালমনিরহাটে উন্নয়ন শান্তি সমাবেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর আঞ্চলিক কমিটির আয়োজনে এ উন্নয়ন শান্তি সমাবেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বসুনিয়া, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন ও মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে লালমনিরহাট-৩ আসনে নৌকার প্রার্থী মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী সংসদ নির্বাচনে অ্যাডভোকেট মতিয়ার রহমান কে বিপুল ভোটে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করেন।