লালমনিরহাট জেলায় গণমাধ্যম কর্মীদের সাথে তিস্তাপাড়ের মানুষদের বন্যা সহনশীলতা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগিতায় তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী এলাকায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা প্রেসক্লাবের আহবায়ক কাজী আলতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে বন্যাপ্রবন এলাকার দেলোয়ার হোসেন, আলেয়া বেগম বক্তব্য রাখেন। এ সময় তারা বন্যাকালীন সময়ে তাদের দুর্ভোগ ও সমস্যার কথা তুলে ধরেন।এ সংলাপে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন কুমার দে,আহমেদুর রহমান মুকুল, তৌহিদুল ইসলাম লিটন, গনউন্নয়ন কেন্দ্রের ফিল্ড সুপারভাইজার রবিউল হাসান সহ সাংবাদিকগন।