লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে প্রায় ৮ ফিট লম্বা একটি অজগর সাপ ওয়াইড লাইফ এন্ড সেনাক রেসকিং টিমের সদস্য।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া খামারটারী এলাকা থেকে আটক করা হয় অজগর সাপটি।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অজগরটি খামারটারী এলাকার মুল সড়কের পাশের জমিতে অজগরটি দেখতে পায় স্থানীয়রা।
পরে তারা রেসকিউয়ার ফুয়াদ আল মাসুদ অপুকে খবর দেয়।তিনি ঘটনাস্থলে পৌছে অজগরটি আটক করেন।
রেসকিউয়ার ফুয়াদ আল মাসুদ জানান,সাপটির ওজন সাড়ে ৬ কেজি আর লম্বা প্রায় ৮ ফিট।তিনি আরো জানান,সাপটিকে আমি নিরাপদে রেখেছি এবং লালমনিরহাট বন বিভাগের লোকজন আমার সাথে যোগাযোগ করেছে তারা এসে সাপটি নিয়ে যাবে।
লালমনিরহাট জেলা বনবিভাগের কর্মকর্তা মোঃ আনিছুর রহমান জানান,অজগর সাপটি ভারতীয় হতে পারে ও সেটি সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে এই লোকালয়ে।তিনি আরো জানান,সাপটি সুস্থ ও স্বাভাবিক আছে। সুবিধা মত সময়ে অজগরটি এনে উপযোগী স্থানে ছেড়ে দেয়া হবে।