লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সোমবার কৈশোরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ে এক নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আয়োজনে এ নলেজ ফেয়ার অনুষ্ঠানে লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দীপংকর রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব সরকার, রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরি সূত্র ধর।এ নলেজ ফেয়ার অনুষ্ঠানে বাল্যবিবাহ,জেন্ডার সমতা,স্বাস্থ্য সম্মত টয়লেট বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয়ে স্বাস্ব্যসম্মত টয়লেট ও স্যানিটারী প্যাড ব্যবস্থা নিশ্চিত বিষয়ে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।