লালমনিরহাটে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক)অনুদ্ধ-১৭ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,(বালিকা) অনুদ্ধ-১৭ এর জেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল শনিবার বিকেলে রেলওয়ে সোহরাওয়াদী মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন ।এসময় অন্যানের মধ্যে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,লালমনিরহাট টেলিভিশন জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান লাডলা সহ অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু(বালক)ফুটবল ফাইনাল খেলায় কালীগঞ্জ উপজেলা ফুটবল দল ৩-০ গোলে সদর উপজেলা দলকে ও বঙ্গমাতা(বালিকা) ফুটবল ফাইনালে পাটগ্রাম উপজেলা ফুটবল দল ৬-০ গোলে হাতীবান্ধা উপজেলাকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়। বালিকা ফুটবলে পাটগ্রাম দলের মুনকি ১৬ গোল করে সব্বোচ গোলদাতা,একই দলের সুলতানা আক্তার সেরা খেলোয়াড় ও মরিয়ম বেগম ম্যান অব দ্যা ফাইনাল নিবাচিত হন। বালক ফুটবলে কালীগঞ্জ দলের বুলু ৩ গোল করে সব্বোচ গোলদাতা,একই দলের সৌরভ সেরা খেলোয়াড় ও শহীদ ম্যান অব দ্যা ফাইনাল নিবাচিত হন।