লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাকলারহাটে ইজিবাইকের সাথে কুকুরের ধাক্কায় ইজিবাইক উল্টে গিয়ে মারা গেলেন চালক বলোরাম রায়(৫৫)।এসময় আরো দুই যাত্রী আহত হয়েছেন।তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হল মোড় এলাকায় এ দুঘটনা ঘটে। নিহত বলোরাম পাশ্ববতী আদিতমারী উপজেলার চন্দনপাঠ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান,রোববার সকালে আদিতমারী উপজেলার বামনেরবাসা বাজার থেকে কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন বলোরাম। ইজিবাইকটি চাকলারহাট হল মোড় এলাকায় পৌছালে একটি কুকুর দৌড়ে এসে ইজিবাইকের সংগে ধাক্কা লাগে।এসময় ইজিবাইকটি উল্টে যায়।এতে ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক বলোরাম ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান.ইজিবাইকের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আইননুগ ব্যবস্থা প্রক্রিয়াধান রয়েছে।