কোচবিহারের দেওয়ানগঞ্জ মাঠে ম্যাচের প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণ হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমি কলকাতাকে দমাতে পারেনি বাংলার মেয়েরা। ৭০ মিনিটের এই ম্যাচে বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে পায় সদ্যপুষ্কুরিনীর রেখা।
১-০ গোলে পিছিয়ে পড়া গয়েশপুর যখন ম্যাচে ফিরতে মরিয়া, তখন সদ্যপুষ্কুরিনীর রক্ষণভাগের কড়াকড়ি পাহাড়ায় ভেস্তে যায় তাদের পরিকল্পনা। শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের পতাকা হাতে উল্লাসে মেতে ওঠে সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব।
সেমিফাইনাল জয়ের পর এবার ফাইনালে জয়ের মাধ্যমে শিরোপা নিশ্চিত করতে চায় কোচ শামীম খান মিসকিনের শিষ্যরা। ক্লাব হিসেবে খেলতে এলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র দল হিসেবে খেলছে রংপুরের সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব।
আগামী ১৩ মে শনিবার শিরোপার জন্য খেলবে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যাওয়া ফুটবল কন্যারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ সরলা একাডেমি ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়া।