লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ একাধিক মামলার পলাতক আসামী সাইফুল ইসলাম(২৮) কে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল গফুরের ছেলে।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আজ ভোরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড (৭.২৫) তাজা বুলেট, একটি ম্যাগজিন ও ১৭৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
হাতীবান্ধা থানার বি সার্কেল (এএসপি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে।তিনি পলাতক ছিলেন। তাকে লালমনিরহাট আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।