বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যে লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ হতে এক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা সভায় অন্যানের মধ্যে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল বারি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযোদ্ধা, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন।