লালমনিরহাটে ৫টি সাজা ওয়ারেন্টসহ ১১টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী প্রীতিশ কুমার বর্মণকে নীলফামারী থেকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।প্রীতিশ লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাধব বর্মনের ছেলে। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার পদে কমরত ছিলেন।আজ বৃহস্পতিবার ভোর রাতে নীলফামারী জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান,৫টি সাজা ওয়ারেন্টসহ ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী প্রীতিশ।সে লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায় চেক জালিয়াতিসহ নানাভাবে প্রতারনা করে আসছিলো।এ বিষয়ে একাধিক মামলা রয়েছে তার নামে।তিনি ৪বছর আগে জেলার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার পদে কমরত ছিলেন।এরপর তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী হন।তখন থেকে তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আজ সকালে তাকে আদালতে সোপদ করা হয়েছে।