লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গেগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম খ.ম শফিকুল আলম স্মৃতি স্বরনে ৮ম চাইনিজ ফুটবল ট্রনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিআইডির ইন্সপেক্টর অব পুলিশ খ.ম মোফাখখারুল ইসলাম রাসেল। জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি,বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি,কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা-র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মনোয়াররুছ সাহাদাত,জাহাঙ্গীর হোসেন,প্রভাষক হাসানুল হক হেলেন,শরীফ উদ্দিন দুলাল,বেলাল হোসেন, আবু তারেক ফেরদৌস,খ.ম মোফাসসারুল আলম রেজো,ইউপি সদস্য ঈমান আলী যাদু,আতোয়ার হোসেন।এসময় অন্যানের মধ্যে টুনামেন্ট কমিটির শাওন,শমরেশ,নাহিদ,পনির,হিল্লোল,সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন। নিধারিত সময়ে খেলাটি গোলশুন্য ড্র হয়। পরে টাইব্রেকারে গেগড়া ইউনাইঢেড ২-০ গোলে তুষভান্ডার মা ইলেকট্রিককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।