1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট দিতে একসঙ্গে ঢালিউডের ‘তিন কন্যা’, জানালেন প্রত্যাশা গত নির্বাচনের পুনরাবৃত্তি চান না আসাদুজ্জামান নূর কারাবাসের ২৩ বছরে হারালেন মা-বাবা-সংসার, রেখার আশ্রয় বোনের বাড়িতে লালমনিরহাটে যমুনা টিভির প্রতিষ্ঠাবাষিকী পালিত লালমনিরহাটে জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন শ্যামল লালমনিরহাটের আদিতমারীতে নিখোজের পরদিন তামাকের ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লালমনিরহাটের চন্দ্রপুরের বেলতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত -আহত-২ লালমনিরহাটে দাঁড়ানো যাত্রীবাহি ট্রেনে ইঞ্জিন লাগাতে গিয়ে ধাক্কা, আহত অর্ধশত যাত্রী লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত। স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা

চাল পেয়ে আমরা খুশি বাহে-লালমনিরহাটে বাঁধনের চাল বিতরন

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

চাল পেয়ে আমরা সবাই খুশি বাহে। রমজান মাস, সব রোজা প্রায় শেষ হয়ে যাচ্ছে।চালের অভাবে ইফতারের পর সেহেরীতে এক বেলা খেয়ে রোজা রাখি।এতগুলো চাল পেয়ে আমরা খুব খুশি আল্লাহ  তোমাক গুলাক ভালো রাখুক।কথাগুলো বলেছিলেন লালমনিরহাট সরকারী কলেজে চাল নিতে আসা কয়েকজন বৃদ্ধা মহিলা। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, লালমনিরহাট সরকারী কলেজ শাখার আয়োজনে ১৫৭ জন ও পাটগ্রাম সরকারী কলেজ শাখার আয়োজনে ১৫০ জন কে জনপ্রতি ২৫কেজি করে চাল দেয়া হয়। লালমনিরহাট সদর উপজেলার কিসামত তালুক খুটামারা এলাকার আশি বছর বয়সি বৃদ্ধা মর্জিনা বেওয়া বলেন, স্বামী মারা গেছে ৩৫ বছর আগে। মোর ছওয়া পোয়া নাই, অন্যের জমিতে টিনের ছায়লা তুলি কোন রকম আছুং। বয়স মেলা হইছে, সকাল দুপুর ভিক্ষা করং, যতকনা পাং তংকনা রান্না করি খাং। আইজকে ২৫ কেজি চাউল পায়া মোর মেলা উপকার হইল। এই চাউল দিয়া মোর দুই মাস চলি যাইবে। মুই মেলা খুশী। বাঁধনের ঈদ উপহার হিসেবে এই চাউল পেয়ে এমন অভিব্যাক্তি প্রকাশ করেন এ রকম বহু মানুষ। সোমবার সকালে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে ১৫৭ জন মানুষকে ২৫ কেজি করে উন্নত মানের চাউলের একটি করে বস্তুা বিতরণ করা হয়েছে। এর আগে পাটগ্রাম সরকারি কলেজ মাঠে ১৫০ জনকে ঈদ উপহার তুলে দেন স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান বাঁধন। লালমনিরহাট সদর ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন জায়গা থেকে জরিপ করা নদী ভাঙা পরিবার, অসহায়, হতদরিদ্র, বিধবা, ছিন্নমূল মানুষের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়েছে।লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে তিস্তা নদীর ভাঙ্গনের শিকার মরিয়ম বেওয়া (৬৫) বলেন, তিস্তা হামার সব শেষ করি ফালাইছে। এলা ছওয়া পোয়া নিয়া তিস্তার কিনারায় অন্যের জমিতে আছি। বয়স হইছে কাম কাজও করবের পাইনে। আইকে তাও এই চাউল পায়া মেলা ভাল হইছে। ঈদে মোর আর চাউলের চিন্তা করা লাগবের নয়। তার মত আরও মরিয়ম বেওয়া, বানেছা বেওয়া সহ উপকারভোগীরা ঈদ উপহার পেয়ে খুশী।

লালমনিরহাট সরকারি কলেজ বাঁধন ইউনিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। রক্তদানের পাশাপাশি আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছি, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কার্যক্রমে যুক্ত বাঁধন। সবার সহযোগিতা নিয়ে আরো বহুদূর এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলী বলেন, বাঁধনের কর্মী শিক্ষার্থীদের এমন কাজ সত্যিই প্রশংসনীয়। অসহায় গরীব দুঃস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ছাত্রদের মনের বিকাশ ঘটবে। তারা সাহায্য করতে ভালোবাসে আশা করি বাঁধনের এ ধারা অব্যাহত থাকবে।

এম.এন.এস গার্মেন্টস প্রিন্টিং তুরাগ ঢাকা এর অর্থায়নে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাধনের কলেজ ইউনিট রংপুর জোন এর তত্বাবধায়ক আরমান রহমান, রংপুর জোন এর উপদেষ্টা নুর আলম, বাঁধন লালমনিরহাট সরকারী কলেজ শাখার সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ বাঁধন এর সদস্যগন উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD