লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় লালমনিরহাটের কালীগঞ্জে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রমনী মোহন মেমোরিয়াল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট, নছরউদ্দিন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল এবং উপজেলা ক্রীড়া কমপ্লেক্ ভবনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার কয়েকটি বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষাথী প্রতিযোগিতায় অংশ নেয় এবং কয়েক হাজার শিক্ষাথী প্রতিযোগিতাগুলো উপভোগ করেন।দিনব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী অফিসার জহির ইমাম। জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,প্রধান শিক্ষক রবিউল ইসলাম,ইউনিসেফ বাংলাদেশের সিপিসিএম ছলায়মান হক। এসময় অন্যানের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক জালাল উদ্দিন,কোষাধ্যক্ষ জাকারিয়া তুহিন, মাহবুবা নয়ন,ইউনিসেফ বাংলাদেশের সিএফ নিলুফা খাতুন,আয়শা ছিদ্দিকাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।