লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে গত ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে মশিউর রহমান বিপ্লব নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে সন্ত্রাসীরা।এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ব্যবসায়ী বিপ্লব।ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও আসামী গ্রেফতার না হওয়া এ ঘটনার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তুষভান্ডার বাজার ব্যবসায়ী সমিতি। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।তুষভান্ডার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তালেব মিলুর সভাপতিত্বে মানববন্ধনে সমিতির সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল হাদী জুয়েল,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,কলেজ শিক্ষক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ উদ্দিন রাঙ্গাসহ সুশীল সমাজের নাগরিক ও ব্যবসায়ীগন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, এ বিষয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং আহত ব্যবসায়ীর মোবাইল ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।আসা করছি দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করা সম্ভব হবে।