লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন(৬৯) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য,, এস. কে. খাজা মঈন উদ্দিন লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী (বি. ডি. আর. রোড)স্থ কারাগার মঞ্জিলে ১৯৫৪সালের ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা- প্রয়াত এস. কে. ফয়েজ উদ্দিন ও মাতা- প্রয়াত জুলেখা বেগম। তিনি ৬ভাই-২বোনের মধ্যে দ্বিতীয়। তিনি “রক্তাক্ত বাংলার অন্তরালে” গ্রন্থের রচয়িতা। তিনি লালমনিরহাট মহকুমা ও জেলা বাস্তবায়নে ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় বড় মসজিদের সদস্য, নবাবের হাট জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন। তিনি ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন।