লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধাক্কা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে মতিয়ার রহমান কাচুয়া(৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে কাচুয়াকে আটক করে থানা পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা। মৃত গৃহবধূ জাহানারা বেগম(৪৬) তার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে গতকাল রাতে না খেয়ে ঘুমান গৃহবধূ জাহানারা বেগম। সকালেও অভিমানে কিছু খাননি এবং কাজকর্ম করেননি। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মতিয়ার রহমান কাচুয়া স্ত্রীকে জোরে ধাক্কা দেন। এতে বাড়ির উঠানের পাশে আবজনার গর্তে পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। আহত জাহানারার চিকিৎসার জন্য বাড়িতে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তার আগেই গৃহবধু জাহানারা মারা যান ।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মতিয়ার রহমান কাচুয়াকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ।
আটক স্বামী মতিয়ার রহমান কাচুয়া বলেন, মেয়ের সাথে অভিমান করে রাত থেকে কিছু খায়নি জাহানারা। সকালে কাজে ডাকলে সেটাও করেননি। তাই রাগের মাথায় একটা ধাক্কা দিলে গর্তে পড়ে অসুস্থ হন। তাকে মারার জন্য ধাক্কা দেইনি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি, তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, মৃত গৃহবধূর গলার নিচে আঘাতের চিহ্ণ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি।