1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির পরীক্ষার্থীদের জন্য ২৩ নির্দেশনা লালমনিরহাটে সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের মনোনয়ন বাতিল ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ আহত- ২ মোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে দীপু আর নেই আসন সমঝোতা: আরও পরে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ ইসির নির্দেশে ময়মনসিংহের ডিসি প্রত্যাহার, বদলি সুনামগঞ্জের ডিসি নিয়োগ পরীক্ষায় ইলেট্রনিকস ডিভাইস ব্যবহার করায় লালমনিরহাটে দুজন গ্রেফতার মাঠের তথ্য অনুযায়ী ইউএনও-ওসিদের বদলির সিদ্ধান্ত: ইসি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আওয়ামীলীগের আস্থা আছে: ওবায়দুল কাদের রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত

লালমনিরহাটের আদিতমারীতে ফিল্মি স্টাইলে পুলিশ পরিচয়ে শিক্ষককে অপহরণ, আহত ২

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশীতে ফিল্মি স্টাইলে ভাই- চাচাকে কুপিয়ে প্রধান শিক্ষককে উঠিয়ে নিয়ে গুম করার অভিযোগ উঠেছে।

গতকাল ৬ জানুয়ারী শুক্রবার দুপুরে প্রধান শিক্ষকের সন্ধান চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষকের ছেলে আব্দুর রউফ।

গুম শিক্ষক নুর আমিন(৫০) আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আহতরা হলেন, তার ভাই নামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন(৪৫) ও তার চাচা পল্লী চিকিৎসক আবু তালেব(৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান,গতকাল ৬ জানুয়ারী ভোরে দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আমিন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ।এসময় ভোর রাতে কালো গ্লাসের দুইটি মাইক্রো বাসে কয়েকজন গিয়ে গেটে নক করেন। এ সময় ঘুমন্ত থাকায় কেউ গেট খুলেনি। পরে প্রাচির টপকে ভিতরে প্রবেশ করে দরজা ভেঙ্গে প্রথমে নুর আমিনের ছোট ভাই রুহুল আমিনের ঘরে প্রবেশ করে অস্ত্র দেখি পুলিশের লোক পরিচয় দিয়ে তাকে টেনে হেচড়ে বেড় করে। চিৎকার চেচামেচি শুনে নুর আমিন বের হলে তার ভাইকে ছেড়ে দিয়ে নুর আমিনকে টেনে হেচড়ে গাড়িতে তুলে।

এ সময় তার চাচা আবু তালেব ও ছোট ভাই রুহুল আমিন গাড়ির সামনে দাড়িয়ে আটকের চেষ্টা করলে অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে নুর আমিনকে নিয়ে চম্পট দেয় অপহরনকারী চক্রটি। সেই থেকে কোন সন্ধান মেলেনি অপহৃত প্রধান শিক্ষক নুর আমিনের।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত আবু তালেব ও রুহুল আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় গুম প্রধান শিক্ষক নুর আমিনের সন্ধান চেয়ে অজ্ঞাত চক্রের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন তার ছেলে আব্দুর রউফ।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশ এভাবে কখনো কাউকে তুলে নেয় না এবং নেয়নি। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD