লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মংলুলু (৩৬) ও সাদিক হোসেন (২২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের মেইন পিলার ৮৮৭ এর ৮এস সাব পিলারের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংগলু(৪০) ও পাশ^বর্তী ইউনিয়ন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন(২৩)।
স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে বাংলাদেশি গরু পারাপারকারীর একটি দল সীমান্তের মেইন পিলার ৮৮৭ এর ৮ এস সাব পিলারের এলাকায় গেলে ভারতের ১৫৭ ব্যাটালিয়নের বড় মধুসুদন বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ব হয়ে ঘটনাস্থলে মারা যান মংগলু ও সাদিক হোসেন। পরে সাথের লোকজন তাদের লাশ উদ্বার করে বাড়িতে নিয়ে আসেন। দুজনের বুকে গুলি লাগে। এ ঘটনায় সাজু ও মজিদ নামের আরো দুজন আহত হন।
নিহত সাদিকের চাচা হুমাযুন কবীর জানান,গভীর রাতে সাদিক,মংলুসহ ১৫/২০জনের সীমান্তে যায় এসময় ভারতীয় বিএসএফের টহলরত সদস্যরা তাদের গুলি ছোড়ে এতে দুজন মারা যান।তাদের লাশ বাড়িতে নেওয়া হয়েছে।আরো দুজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, রাতে সীমান্তের কাঁটাতার সংলগ্ন তাদের লাশ পড়ে থাকে। পরে নিহতের সাথের লোকজন লাশ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে।
দোলাপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান,লাশ দুটো থানায় নিয়ে আসা হয়েছে।আগামীকাল ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে।