লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শেষে বেসরকারী ফলাফলে স্বতন্ত্র প্রাথী(আনারস প্রতিক) বেসরকারী ফলাফলে ৪৯১৯ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে জয়ী ঘোষনা করেন রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম।তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনিত(নৌকা প্রতিক) প্রাথী নুরল আমিন পান ২৮৭০ ভোট। ইভিএমে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহন শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।এতে স্বতন্ত্র প্রাথী (আনারস প্রতিক) অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের নুরল আমিনকে পরাজিত করে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান নিবাচিত হন।সন্ধায় বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম।