1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

কালীগঞ্জের সাংবাদিক ফারুক হোসেন আর নেই

কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন আজ সকালে হৃদরোগে আক্রান্ত ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ সকালে বিদ্যালয় থেকে ছেলেকে বাড়িতে নিয়ে আসার সময় বুকে ব্যাথা অনুভব করেন।পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধু হয়ে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি এক কন্যা ও দুই পুত্রের জনক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার কাকিনা গ্রামের বাড়ি থেকে সকাল ১০টার দিকে স্থানীয় কাকিনা শিশু নিকেতন স্কুলে পড়ুয়া দুই পুত্র সন্তানকে বাড়িতে নিয়ে আসতে থাকেন।পথিমধ্যে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হয় তার এবং অসুস্থ হয়ে পরেন।এঅবস্থায় তাকে দ্রুত নেয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।সাংবাদিক ফারুক হোসেন কাকিনা এলাকার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের দ্বিতীয় পুত্র। চার ভাই দুই বোন বাবা মা সহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। আজ রাত ৮টায় কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আজ তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। শুধু সাংবাদিকতাই নয়,ব্যাক্তি জীবনে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক,কাকিনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন ও বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে সংযুক্ত রেখেছিলেন।তিনি কাকিনা এলাকার একজন সাবেক ফুটবল খেলোয়ার ছিলেন। ফারুক হোসেন এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক ফারুক হোসেনের এই অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন,জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ও কালীগন্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলায় কর্মরত কর্মকর্তাগন।

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD