লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর টহল টিমের বিরুদ্ধে বৃদ্ধা মহিলাসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। আহত তিনজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আশঙ্কাজনক একজনকে রংপুর মেডিকেলে রেফার্ড করেছেন চিকিৎসক। সোমবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী সীমান্তবর্তী গ্রামের ডাঙ্গারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের ভাই আমিন আলী বাদি হয়ে পাটগ্রাম থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার ভোরে সীমান্ত হতে আনুমানিক ২ শ গজ দূরে নিজ বাড়ি হতে ৫০ গজ দূরত্বে জমির আইলে টেপড়াই দিয়ে মাছ ধরতে যায় আবেদ আলী (৪০)। এ সময় ঝালংগী বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়েদের নের্তৃত্বে ৪ সদস্যের টহল দল সীমান্তে আবেদ আলীর বাড়ির নিকট টহল দিতে থাকে। তখন আবেদ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে বিজিবির সদস্যরা। একপর্যায়ে তর্ক বাধলে বিজিবির হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতারীভাবে মারপিট করতে থাকে। মারপিটে আবেদ আলীর মাথা ফেটে গিয়ে রক্ত ঝড়তে থাকে। তাঁর চিৎকারে (আবেদ আলী) ভাতিজা জালাল হোসেন (২৩) ও তাঁর মা রায় খাতুন (৫৫) ঘর থেকে বের হয়ে এগিলে গেলে তাঁদেরকেও বেধড়ক মারপিট করা হয়। পরবর্তীতে এলাকার লোকজন জড়ো হলে বিজিবি ঘটনাস্থল হতে চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এর মধ্যে আবেদ আলীর মাথায় পাঁচটি সেলাই পড়েছে। চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করেছেন।
এ ঘটনায় আবেদ আলীর বড় ভাই আমিন আলী বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বিষয়টি নিয়ে আমিন আলী বলেন, ভোরে টেপরাই দিয়ে মাছ ধরার জন্য বের হলে আমার ভাইকে এলোপাতাড়ি মারধর করেছে বিজিবির সদস্যরা। পরে থানায় নিয়ে গেলে আগে মেডিকেলে চিকিৎসা দিতে বলে। আমি মেডিকেলে ভর্তি করিয়ে থানায় অভিযোগ দিয়েছি।
শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নাসির হোসেন বলেন, ‘আমি ঘটনা শুনেছি। গ্রামের লোকজন ভোরে ঘর থেকে বের হয়। বিজিবি যা করেছে তা ঠিক করে নাই। মানুষের বাড়ির উপর গিয়ে তো চড়াও হওয়া যাবেনা।’
অভিযুক্ত ঝালংগী বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়েদের মোবাইল ফোন নম্বরে কল দিলে তিনি রিসিভ করে ব্যস্ত আছি বলে ফোন কল কেটে দেন।
এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশের (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ এর ঝালংগী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শাহাজান বলেন, ‘আমি ব্যাটালিয়ন অধিনায়কের সাথে কথা বলে পরে জানাবো।’