1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জিনিসপত্রের দাম বাড়েনি- লালমনিরহাটের বুড়িমারীতে বাণিজ্যমন্ত্রী মুক্তিযোদ্ধারা কোন কিছুইর বিনিময়ে যুদ্ধ করেনি-লালমনিরহাটের আদিতমারীতে সমাজকল্যাণ মন্ত্রী লালমনিরহাটে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন-লাডলা সভাপতি,লিটন সা.সম্পাদক লালমনিরহাটের হাতীবান্ধায় সুদের টাকার জন্য যুবককে মারধর; ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা অসম্ভবকে সম্ভব করাই শেখ হাসিনার কাজ- সমাজকল্যাণ মন্ত্রী এ বছর ৯৪ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে – লালমনিরহাটে চা বোর্ডের চেয়ারম্যান বিদেশী কোম্পানির জিম্মিদশা থেকে বাঁচতে লালমনিরহাটে তামাক চাষিদের মানববন্ধন জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা- একই পরিবারের তিন বোনই দেশ সেরা ৩শ আসনে একক নির্বাচন করার প্রস্তুতি নেয়া হচ্ছে –লালমনিরহাটে জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের এমপি লালমনিরহাটে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন, স্বতন্ত্র প্রাথী লিমন বেসরকারী ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (শুন্য) পদে উপ নির্বাচনে শান্তিপুনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পযন্ত।ভোটগ্রহন শেষে বিকেলে ফলাফলে নাজমুল হুদা লিমন(ঘোড়া প্রতিক) ৮৯৪১  ভোট পেয়ে বেসরকারীভাবে নিবাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রাথী আশরাফুল হক মিঠু (নৌকা প্রতিক) পান ২৭০৬  ভোট। উল্লেখ্য,চলতি বছরের ১১ আগষ্ট বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হবি অসুস্থতাজনিত কারনে ইন্তেকাল করেন।তার মৃত্যুতে চেয়ারম্যান পদে উপনিবাচন অনুষ্ঠিত হয়।এতে চেয়ারম্যান পদে মৃত হাবিবুর রহমানের ছেলে নাজমুল হুদা লিমন(স্বতন্ত্র),আওয়ামীলীগ মনোনিত আশরাফুল হক মিঠুসহ চারজন প্রাথী প্রতিদ্বন্ধিতা করেন।ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে পেয়ে অনেকেই খুশি। তবে বানিয়ারদীঘি কেন্দ্রে কারো কারো ইভিএমে আংগুলের ছাপ না আসায় বিড়ম্বনায় পড়েন অনেকেই।তারা ভোট দিতে না পেরে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ জানান।

বড়বাড়ি ইউনিয়নের ছাটহর নারায়ন গ্রামের সাত্তার আলী(৬৫),মোহাম্মদ আলী(৫২) ও জগদীশ রায়(৫৫) জানান,সকালে এসেছি ভোট দিতে মেশিনে আংগুলের ছাপ না আসায় আমরা ভোট দিতে পারিনি।আমাদের মতো শতশত মানুষ পারেননি ভোট দিতে।

বানিয়ারদীঘি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একেএম কামরুজ্জামান এ বিষয়ে বলেন,ইভিএম মেশিনে আংগুলের ছাপ না আসায় বেশকিছু ভোটার ভোট দিতে পারেননি।

লালমনিরহাট সদর উপজেলা নিবাচন অফিসার ও বড়বাড়ি ইউনিয়ন উপনিবাচন রিটানিং অফিসার আজাদুল হেলাল বেসরকারীভাবে উপনিবাচনের ফলাফল ঘোষনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD