লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (শুন্য) পদে উপ নির্বাচনে শান্তিপুনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পযন্ত।ভোটগ্রহন শেষে বিকেলে ফলাফলে নাজমুল হুদা লিমন(ঘোড়া প্রতিক) ৮৯৪১ ভোট পেয়ে বেসরকারীভাবে নিবাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রাথী আশরাফুল হক মিঠু (নৌকা প্রতিক) পান ২৭০৬ ভোট। উল্লেখ্য,চলতি বছরের ১১ আগষ্ট বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হবি অসুস্থতাজনিত কারনে ইন্তেকাল করেন।তার মৃত্যুতে চেয়ারম্যান পদে উপনিবাচন অনুষ্ঠিত হয়।এতে চেয়ারম্যান পদে মৃত হাবিবুর রহমানের ছেলে নাজমুল হুদা লিমন(স্বতন্ত্র),আওয়ামীলীগ মনোনিত আশরাফুল হক মিঠুসহ চারজন প্রাথী প্রতিদ্বন্ধিতা করেন।ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে পেয়ে অনেকেই খুশি। তবে বানিয়ারদীঘি কেন্দ্রে কারো কারো ইভিএমে আংগুলের ছাপ না আসায় বিড়ম্বনায় পড়েন অনেকেই।তারা ভোট দিতে না পেরে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ জানান।
বড়বাড়ি ইউনিয়নের ছাটহর নারায়ন গ্রামের সাত্তার আলী(৬৫),মোহাম্মদ আলী(৫২) ও জগদীশ রায়(৫৫) জানান,সকালে এসেছি ভোট দিতে মেশিনে আংগুলের ছাপ না আসায় আমরা ভোট দিতে পারিনি।আমাদের মতো শতশত মানুষ পারেননি ভোট দিতে।
বানিয়ারদীঘি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একেএম কামরুজ্জামান এ বিষয়ে বলেন,ইভিএম মেশিনে আংগুলের ছাপ না আসায় বেশকিছু ভোটার ভোট দিতে পারেননি।
লালমনিরহাট সদর উপজেলা নিবাচন অফিসার ও বড়বাড়ি ইউনিয়ন উপনিবাচন রিটানিং অফিসার আজাদুল হেলাল বেসরকারীভাবে উপনিবাচনের ফলাফল ঘোষনা করেন।