বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে লালমনিরহাটে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ শিশু একাডেমী লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।এসময় অন্যানের মধ্যে সিভিল সার্জন নিমলেন্দু রায়,অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) আব্দুল কাদের,ক্যাপ্টেন(অব:) মো: আজিজুল হক, বীরপ্রতীক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়,জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী,জেলা শিশু বিষয়ক কমকতা তুহিনুর রহমান,কবি ফেরদৌসি বেগম বিউটি,প্রধান শিক্ষক রশিদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।পরে তিন বিভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।ক বিভাগ-প্রতিযোগিতার বিষয় ছিল-বঙ্গবন্ধুর ছেলেবেলা-(৩য় থেকে ৫ম শ্রেনী পযন্ত) এতে প্রথম হয়েছেন কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষাথী আফিয়া আফরিন আনিকা,দ্বিতীয় হয়েছেন নদাণ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গাটেনের ৫ম শ্রেনীর শিক্ষাথী এম এম মেহেদী হাসান ও তৃতীয় হয়েছেন লালমনিরহাট সরকারী শিশু পরিবারের ৫ম শ্রেনীর শিক্ষাথী আদ্রিতা খাতুন,খ বিভাগ-প্রতিযোগিতার বিষয় ছিল- বঙ্গবন্ধুর শিশু ভাবনা-(৬ষ্ঠ শ্রেনী হতে ৮ম শ্রেনী পযন্ত) এতে প্রথম হয়েছেন লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষাথী আনিকা তাহসিন মুনা,দ্বিতীয় হয়েছেন লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষাথী মুশফিকা আক্তার আনিকা ও তৃতীয় হয়েছেন লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর শিক্ষাথী শাইয়িন সিরাজিস সুহা এবং গ বিভাগ-প্রতিযোগিতার বিষয় ছিল-বঙ্গবন্ধু ও শিশু অধিকার- (৯ম থেকে ১০ম শ্রেনী পযন্ত) এতে প্রথম হয়েছেন কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ১০ শ্রেনীর শিক্ষাথী সাদিয়া ইসলাম সুসমিতা,দ্বিতীয় হয়েছেন বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীর শিক্ষাথী শিলা বেগম ও একই স্কুলের ১০ শ্রেনীর শিক্ষাথী তাজমিন নাহার তৃতীয় হয়েছেন।