লালমনিরহাট শহরের পুরানবাজার এলাকায় একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির দেখে অভিভূত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাস্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারী। শুক্রবার লালমনিরহাট শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে বিকালে সাপটানা বাজার দেববাড়ী পূজামন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি শ্রী ঘনশ্যাম ভান্ডারী জানান, বাংলাদেশ ধমীয় সম্প্রতির দেশ।এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রতির দৃষ্টান্ত বিরল। সাপটানা দেববাড়ী পুজামন্ডবের সম্পাদক জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপালের ডেপুটি চিফ অব মিশন শ্রী কুমার রাই, জেলা প্রশাসক আবু জাফর,পুলিশ সুপার সাইফুল ইসলাম ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার চৌধুরী,বনাণী পুজা উদযাপন কমিটির নিবাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।এর আগে প্রধান অতিথি ফিতা কেটে দুর্গোৎসবের শুভ সূচনা করেন।এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।