প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর মানসকন্যা উন্নয়ন ও অগ্রযাত্রার নেত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাটে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে নিয়ে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম। লালমনিরহাট শহরের সাপটানা এলাকার একটি মাদরাসার এতিম শিশুদের মাঝে কেক কাটা ও জেলা শহরের বিডিআর রোডেস্থ বিভিন্ন রিক্সা চালকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তের গ্রুপের মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়। খাবার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সম্পাদক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সহ সভাপতি সাইফুল ইসলাম হিরা, সদর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, পৌর যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আইভি নয়ন, জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।