বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যাবস্থাপনায় ও লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের হোমওয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর।খেলায় উদ্বোধক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. ইউনুস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা,আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন। এসময় অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিনুর হায়াত বকুল, কবি,সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,সদর থানার ওসি শাহা আলম,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক একরামুল হক,কবি সরমিন আরা হক বীথি,এরশাদ পলাশ,কামরুজ্জামান,সাজু উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে পঞ্চগড় ডিএফএ- ৪-৩ গোলে লালমনিরহাট ডিএফএ কে হারায়। এর আগে গত ৪ ডিসেম্বর পঞ্চগড় ভেন্যুতে দুই দলের মধ্যকার খেলাটিও গোলশুন্য ড্র হয়।